মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:২৮

প্রকাশিতঃ সোমবার, ২০ আগস্ট ২০১৮ ০১:৪৫:১৮ পূর্বাহ্ন

লা লিগায় রোনালদোবিহীন রিয়ালের রাজসিক সূচনা

রোনালদো নেই, নেই জিদানও। রোনালদোবিহীন লা লিগা যুগে প্রবেশ করেছে রিয়াল মাদ্রিদ। ২০০৮-২০০৯ লা লিগা মৌসুমের পর এবারই প্রথম পর্তুগীজ সেনা ছাড়া লা লিগা খেলবে রিয়াল মাদ্রদি। তবে রোনালদোবিহীন প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন কার্ভাহাল-বেল-অ্যাসেনসিওরা। গেল বুধবার রাতে উয়েফা সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বাজেভাবে হারার পর রোববার রাতে অন্তত একজন রোনালদোর অভাব অনুভব করেনি রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে গেটাফেকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় দুর্দান্ত শুরু করেছে স্বাগতিকেরা।Eprothomalo পুরো ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের কাছে পাত্তাই পায়নি গেটাফে। গেটাফের খেলোয়াড়দের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছেন হুলেন লোপেতেগির শিষ্যরা। ম্যাচের ৭৯ শতাংশ সময় রিয়াল খেলোয়াড়দের পায়ে বল থাকে। গোলমুখে রিয়ালের শট ছিল ১০টি। অন্যদিকে গেটাফের খেলোয়াড়েরা গোলমুখে শট নেয় ৫টি। খেলার শুরুতেই গোল পেতে পারত রিয়াল। চতুর্থ মিনিটে বেলের বাঁ পায়ের শট আটকে দেন গেটাফে গোলরক্ষক। ১৬তম মিনিটে মার্সেলোর ক্রস থেকে হেড করেন বেল। এবার গোলবারে লেগে ফিরে আসে বল। রক্ষা পায় গেটাফে। রিয়ালের গোলের অপেক্ষা বাড়ে অল্প কিছুক্ষণ। কারণ মিনিট চারেক পরই কার্ভাহালের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মার্সেলোর শট পাঞ্চ করে ফেরানোর চেষ্টা করেন গেটাফে গোলরক্ষক। বল চলে যায় কার্ভাহালের কাছে। কার্ভাহালের দুর্দান্ত হেড গেটাফে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। প্রথমার্ধে এগিয়ে থেকে খেলা শেষ করা রিয়াল দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে দ্বিতীয় গোল পায়। অ্যাসেনসিওর দুর্দান্ত ক্রস থেকে শট নেন রিয়াল উইঙ্গার গ্যারেথ বেল। বেলের শট আটকাতে ব্যর্থ হন গেটাফে গোলরক্ষক। মিনিট দু-এক পর অ্যাসেনসিওর বুলেটগতির শট পোস্টে লেগে ফিরে আসলে স্কোরলাইন আর বাড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৭৪তম মিনিটে গেটাফে ব্যবধান কমানোর সুযোগ পায়। নাভাসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন গেটাফে খেলোয়াড়। লা লিগায় এর আগের ৯ ম্যাচে গেটাফের বিপক্ষে একটিও হারেনি রিয়াল মাদ্রিদ। আগের ৯ ম্যাচে গেটাফের জালে রিয়ালের খেলোয়াড়েরা গোল দিয়েছে ৩৫টি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com