রোববার, ০৫ মে ২০২৪, ১১:২৩

প্রকাশিতঃ বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ ০২:১৯:১৮ পূর্বাহ্ন

সাকিবের হায়দরাবাদের কাছে ধরাশায়ী মুস্তাফিজের মুম্বাই

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১১৮ রান তাড়া করতে নেমে সানরাইজার্স পেসারদের দাপটে ১৮.৫ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স৷ সানরাইজার্স হায়দরাবাদের এই জয়ের নায়ক পাঞ্জাবের পেসার সিদ্ধার্থ কল৷ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের কাছে মুস্তাফিজ আর সাকিবের দলের লড়াই। তাতে দুই বারই জিতল সাকিবের দল। ছোট পুঁজি নিয়ে মুম্বাইকে তাদেরই মাঠে ৩১ রানে হারিয়ে দারুণ এক জয় পেল হায়দরাবাদ। হার্দিক পান্ডিয়া, মিচেল ম্যাকক্ল্যানঘ্যানের পেস বোলিংয়ের সামনে পড়ে ১১৮ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ৷ সানরাইজার্সদের শুরুটা একেবারেই ভালো হয়নি৷ মুম্বাইয়ের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে বড় ইনিংস খেলতে ব্যর্থ সানরাইজার্স হায়দরাবাদের উপরের সারির ব্যাটসম্যানেরা। শেষের দিকে লড়াইয়ের চেষ্টা করেছিলেন ইউসুফ পাঠান৷ ১৮.৪ ওভারে ছয় মারতে গিয়ে পান্ডিয়ার হাতে বাউন্ডারি লাইনে ইউসুফ ক্যাচ আউট হলে সানরাইজার্সদের লড়াই শেষ হয়৷ ঘরের মাঠে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান৷ ১১৯ রানের ছোট টার্গেট দেওয়ার একপ্রকার আশা করা হচ্ছিল মুম্বাই ম্যাচ পকেট পুরে নিয়েই খেলতে নামছে৷ কিন্তু সেখান থেকে সমস্ত হিসেব নিকেশ পাল্টে দিয়ে আইপিএলে মুম্বাইয়ের দ্বিতীয় কম রানের স্কোরে বেঁধে দিল সানরাইজার্সরা৷ এর আগে ২০১১ সালে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধেও ৮৭ রানে অলআউট হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। সিদ্ধার্থ ছাড়াও অনবদ্য বোলিং করেছেন সানরাইজার্স হায়দরাবাদের আফগান স্পিনার রশিদ খান৷ ৪ ওভার বল করে একটি মেডেনসহ মোট ১১ রান দিয়ে রশিদ দুটি উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন৷
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com