রোববার, ০৫ মে ২০২৪, ০৫:৩৭

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ ০১:১৩:১৫ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে ১৯৪ রনের লক্ষ্য দিয়েছে টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০তে রানের পাহাড় গড়লো বাংলাদেশ। সৌম্য সরকার এবং মুশফিকুর রহিমের ফিফটিতে ১৯৩ রান করে টাইগাররা। টি-২০তে এটিই বাংলোদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস। এরআগে টি-২০তে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিলো ১৯০। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে ৫ উইকেট হারিয়ে এ রান তুলেছিলো টাইগাররা। আর লঙ্কানদের বিপক্ষে ২০১৩ সালে করা ১৮১ রানই ছিলো সর্বোচ্চ। এরআগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ওপেনার সৌম্য সরকার। তামিমের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া জাকির হাসান তেমন সুবিধা করতে পারেননি। মাত্র ১০ রানে গুনাথিলাকার বলে বোল্ড হয়ে ফিরে যান। তবে একপাশ থেকে ঝড়ো ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-২০তে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন সৌম্য। তবে ৫১ রান করেই থামেন এ বাঁহাতি ওপেনার। দুই বল পরেই ফিরে যান আফিফ হোসেন। শূন্য রানে জীবন মেন্ডিসের বলে ক্যাচ আউট হওয়ায় ব্যাট হাতে অভিষেকটা তারও স্বরণীয় হলো না। তিন বলে দুই উইকেট হারানোর পরেও রানের চাকা সচল রাখেন মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মুশফিকের সঙ্গে ৭৩রানের জুটি গড়ার পর ৪৩ রানে ফেরেন মাহমুদুল্লাহ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com