মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৫৮

প্রকাশিতঃ সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ ১২:৫৫:০৪ অপরাহ্ন

রংপুর-কুমিল্লার ফাইনালে ওঠার লড়াই শুরু

ঢাকা: আগের দিন বৃষ্টির কারণে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি রিজার্ভ ডে-তে স্থানান্তর করা হয়। রোববার যেখানে শেষ হয়েছিল সোমবার সেখান থেকেই খেলা শুরু হয়। দুই দলের মধ্যকার লড়াইয়ে জয় পাওয়া দলটি মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএলের পঞ্চম আসরের ফাইনালে শিরোপার জন্য লড়বে। রোবাবর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে 'অলিখিত সেমিফাইনালে' টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৫ রান করে রংপুর। সোমবার সেখান থেকেই শুরু করে মাশরাফির দল। রংপুরের আশা-ভরসার প্রতীক গেইল ফাইনালে ওঠার লড়াইয়ে ১০ বলে মাত্র ৩ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন। জনসন চার্লস ৪৬ এবং ব্রেন্ডন ম্যাককালাম ৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছেন। রোববার টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন চার্লস। তবে অপর প্রান্তে বেশ সাবধানী ছিলেন গেইল। তৃতীয় ওভারে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। এরপরই নড়বড়ে হয়ে পড়েন তিনি। মেহেদী হাসানের করা পঞ্চম ওভারের প্রথম বলে লং-অফে শোয়েব মালিককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এলিমিনেটরে হার না মানা সেঞ্চুরি করা গেইল। গেইল ফিরে যাওয়ার পর কিছুটা সাবধানী হয়ে উঠেন চার্লস। এই দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় রংপুর। ঠিক তখনই হানা দেয় বৃষ্টি। আজ বৃষ্টির বাধা ছাড়াই ম্যাচটি সম্পন্ন হবে- এমনটাই আশাবাদ সমর্থকদের।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com