মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:২৭

প্রকাশিতঃ রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ ০৭:২৪:০৬ পূর্বাহ্ন

বৃষ্টিতে কপাল পুড়তে পারে রংপুরের

ঢাকা: নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই ঝরছে বৃষ্টি। মুখভার অবস্থা আরও খারাপ হল রোববার সকাল থেকেই হালকা ও মুসলধারে বৃষ্টিতে বেশ খারাপ অবস্থা মাঠঘাটের। এ অবস্থায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার কোয়ালিফায়ার-২ ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। তবে ম্যাচে পারফরমেন্স বাদ রেখে এখন জল্পনা-কল্পনায় শুধুই বৃষ্টি। কারণ বাইলজ অনুযায়ী ফাইনাল ছাড়া অন্য কোনো ম্যাচ পরিত্যক্ত হলে রিজার্ভ ডে নাই। সেক্ষেত্রে কোয়ালিফায়ার ম্যাচটি পরিত্যক্ত হলে লিগপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সুবাদে কুমিল্লা ফাইনালে চলে যাবে। তখন ১২ ডিসেম্বর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুকি হওয়া ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যেই হবে ফাইনাল ম্যাচ। বাইলজ অনুযায়ী বৃষ্টির পরও অন্তত ৫ ওভার পর্যন্ত ম্যাচ হতে হবে। যদি সেটাও সম্ভব না হয়, ম্যাচ গড়াতে পারে সুপার ওভারে। তবে ম্যাচের জন্য নির্ধারিত সময়ের মধ্যে সেটাও যদি সম্ভব না হয়, তবে রংপুরকেই মাশুল দিতে হতে পারে। কারণ পয়েন্ট টেবিলে হেড টু হেড লড়াই, রানরেট- সব সমীকরণেই এগিয়ে কুমিল্লা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com