বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩৭

প্রকাশিতঃ শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ ০৪:২৭:৫৮ পূর্বাহ্ন

টিকে থাকার লড়াইয়ে রংপুর-খুলনা

জিতলে ফাইনালে উঠার পথে এক ধাপ এগিয়ে আর হারলেই বাদ। এমন সমীকরণ সামনে নিয়ে বিপিএলে আজ মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স ও মাহমুদউল্লাহ রিয়াদের দল খুলনা টাইটানস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। মাশরাফি বিন মুর্তজার দল বেশ শক্তিশালী। তাদের দলে রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের দুই বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলস ও ব্রেন্ডন ম্যাককলাম। যদিও তারা এখনও পর্যন্ত তেমন ভালো ইনিংস খেলতে পারেননি। কিন্তু প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারা জ্বলে উঠতে পারেন। অন্যদিকে, খুলনা টাইটানসে বড় কোনও তারকা না থাকলেও দলটি ভারসাম্যপূর্ণ। দল হিসাবে ভালো খেলেই তারা এই পর্যন্ত এসেছে। দলটিতে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, কার্লোস ব্র্যাথওয়েট, রিলি রুশোর মতো খ্যাতিমান ক্রিকেটাররা। দলটির হয়েছে তরুণ দুই ক্রিকেটার আরিফুল হক ও আবু জায়েদ রাহি দুইজনেই দারুণ ক্রিকেট খেলছেন। পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে থেকে প্লে-অফে খেলবে রংপুর রাইডার্স। লিগ পর্বে তারা ১২টি ম্যাচ খেলে ছয়টিতে জয় পায়। আর খুলনা টাইটান্স তৃতীয় অবস্থানে থেকে প্লে-অফে খেলবে। লিগ পর্বে তারা সাতটিতে জয় পায় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ার তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি। এই ম্যাচে যে দল জিতবে তারা চলে যাবে সরাসরি ফাইনালে। যে দল হারবে তাকে দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর বিজয়ী দলের মুখোমুখি হতে হবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com