শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৩৯

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০১৭ ০৬:৫৩:৩৮ অপরাহ্ন

প্লে-অফে রিজার্ভ ডে, কুমিল্লার আপত্তি

শেষ দিকে চলে এসেছে বিপিএল। অথচ এই শেষ দিকেই ঢাকার আবহাওয়ায় চোখ রাঙাচ্ছে বৃষ্টি! আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন ঢাকায় বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। কিন্তু বাইলজ অনুযায়ী এবার প্লে-অফ ম্যাচে কোনও রিজার্ভ ডে রাখেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে ১২ ডিসেম্বরের ফাইনালে রিজার্ভ ডে রেখেছে বিপিএল কর্তৃপক্ষ। এই অবস্থায় বিপাকে পড়েই নিয়ম পাল্টাতে চাইছে গভর্নিং কাউন্সিল। বৃষ্টির সম্ভাবনা থাকায় শুক্রবার মিরপুরে অনুষ্ঠিতব্য চারটি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মাঠে না গড়ালে বাইলজের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলো বাড়তি সুবিধা পাবে। তাই এই প্লে-অফে রিজার্ভ ডে রাখতে চারটি দলকেই চিঠি দিয়েছে গভর্নিং কাউন্সিল। যদিও জানা গেছে, বাকিরা এতে সম্মত হলেও এর বিপক্ষে আপত্তি তুলেছে শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়ে রেখেছে! যদিও শেষ পর্যন্ত আসলে কী হয় সেটাই এখন দেখার। শুক্রবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। বৃষ্টিতে ম্যাচটি কোনও কারণে অনুষ্ঠিত না হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা কুমিল্লা সরাসরি ফাইনালে চলে যাবে। তাতে না খেলেই কপাল পুড়বে ঢাকা ডায়নামাইটসের। কেননা কুমিল্লার চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে তাদের অবস্থান দুই নম্বরে। অন্যদিকে এলিমিনেটরে খেলা দুটি দলও সমস্যার মুখে পড়বে। একই দিন শুক্রবার দুপুরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা খুলনা টাইটানসের মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্স। বৃষ্টির কারণে ম্যাচটি না হলেও খুলনার পয়েন্ট ১৫ হওয়ায় সরাসরি দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে। সেক্ষেত্রে ম্যাচ না খেলেই কপাল পুড়বে রংপুর রাইডার্সের।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com