রোববার, ০৫ মে ২০২৪, ০৬:২৭

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭ ০১:৩৯:৫২ অপরাহ্ন

হাথুরুসিংহেকে চেয়ে বিসিবিকে লঙ্কান বোর্ড প্রধানের চিঠি

চন্দিকা হাথুরুসিংহেকে নিয়ে আগ্রহের কথা প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানাল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। পদত্যাগপত্র দেয়া বাংলাদেশের প্রধান কোচকে নিজেদের প্রধান কোচ করতে চেয়ে বিসিবি প্রধান নাজমুল হাসানকে চিঠি দিয়েছেন লঙ্কান বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাথিপালা। বুধবার এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, হাথুরুসিহের আইনজীবীর সঙ্গে আলোচনা করছে তারা। বাংলাদেশ হাথুরুসিংহেকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেই তাকে প্রস্তাব দেবে লঙ্কান বোর্ড। বাংলাদেশের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতাই এখন হয়ে আছে বাধা। তাই নিজেদের চাওয়া জানিয়ে বিসিবি প্রধানের কাছে চিঠি দিয়েছেন লঙ্কান বোর্ডের প্রধান। “কোনো সংশয় নেই যে স্বল্প ও দীর্ঘমেয়াদী, দুটি লক্ষ্য পূরণেই হাথুরুসিংহে আমাদের জন্য দারুণ মানিয়ে যাবে। আমাদের চাওয়ার কথা জানিয়ে আমি বিসিবি সভাপতিকে ব্যক্তিগতভাবে লিখেছি। আমাদের নির্বাহী কমিটি নিশ্চিত ও আত্মবিশ্বাসী যে হাথুরুসিংহেই এই কাজের জন্য যোগ্যতম। আমরা তাকে আনতে চাই পেশাদারীভাবে ও স্বচ্ছতার সঙ্গে।” হাথুরুসিংহের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে বাংলাদেশের। তবে গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ায় থিতু হওয়া শ্রীলঙ্কান এই কোচ। গুঞ্জন ছিল শ্রীলঙ্কা চায় তাকে, যা এখন আনুষ্ঠানিকভাবে জানাল লঙ্কান বোর্ড। দক্ষিণ আফ্রিকা সফর শেষের পর থেকেই হাথুরুসিংহের ফেরার অপেক্ষায় আছে বোর্ড। বিসিবি প্রধান কিছুদিন আগে বলেছেন, কোচ চলে যেতে চাইলে তাকে জোর করে রাখা হবে না। তবে তাকে সামনাসামনি জিজ্ঞেস করা হবে পদত্যাগের কারণ। বিসিবির আশা ছিল, আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য হলেও ১৫ নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে। কিন্তু তিনি আসেননি। তার আসার সম্ভাবনাও ক্ষীণ। তবে আসতে পারেন আগামী জানুয়ারিতেই, শ্রীলঙ্কার কোচ হয়ে! লঙ্কানদের দায়িত্ব পেলে হাথুরুসিংহের প্রথম সিরিজি বাংলাদেশেই। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com