মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৫৩

প্রকাশিতঃ বুধবার, ২২ নভেম্বর ২০১৭ ০৪:০৬:১৪ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশি ৪ ক্রিকেটার

ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে বাংদেশি ক্রিকেটারদের পিছু ছাড়ছে না বিতর্ক। অখেলোয়াড়সুলভ আচরণের আড়াল হয়েছে ক্রিকেটারদের পারফরম্যান্স। বিশেষ করে দেশি তারকাদের মেজাজ হারানো, মাত্রাতিরিক্ত স্লেজিংয়ে উত্তপ্ত বিপিএল অঙ্গন। শুরুটা করেছিলেন রংপুর রাইডার্স দলনেতা মাশরাফি বিন মুর্তজা ও চিটাগং ভাইকিংস পেসার শুভাশিস রায়। শেষটা কে করবেন? বলা মুশকিল। এখন পর্যন্ত ছয় বাংলাদেশি ক্রিকেটার ঘুরে এসেছেন বিতর্কিত এই ঘর থেকে। যার মধ্যে ‘সরি’ সাঁকোতে চড়ে পার পেয়েছেন মাশরাফি-শুভাশিস যুগল। বাকি চারজন-ঢাকা ডায়নামাইটসের কাপ্তান সাকিব আল হাসান, সিলেট সিক্সার্সের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান, কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক তামিম ইকবাল এবং একই দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস আছেন ‘নিষিদ্ধ’ তীরে। অর্থাৎ আর একটা ডিমেরিট পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হবে এই চার টাইগার ক্রিকেটার। ইতোমধ্যে সাকিব-সাব্বির-তামিম-লিটনরা শাস্তি ভোগ করেছেন। ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা প্রত্যেকেরই গুনতে হয়েছে। তবে ভবিষ্যৎ হুঁশিয়ারি হিসেবে নিষেধাজ্ঞার মুখে আছেন এই চার দেশি। চলতি টুর্নামেন্টে সাকিব-সাব্বির-তামিম-লিটন আবারও যদি এমন কোনো ঘটনার জন্ম দেন, সোজা বাঁধা পড়বেন নিষেধাজ্ঞার শেকলে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com