শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৫১

প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ ০২:৩২:০১ অপরাহ্ন

৫ ধাপ এগোলেন মুশফিক, সাকিবের অবনমন

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের সেরা পারফরমার মুশফিকুর রহিম। সেটির প্রতিফলন আইসিসি র‌্যাঙ্কিংয়েও। ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন মুশফিক। প্রথম ওয়ানডেতে অপরাজিত ১১০ করেছেন মুশফিক, পরেরটিতে ৬০। পাঁচ ধাপ এগিয়ে আছেন তিনি ১৮ নম্বরে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তামিম ইকবাল, আগের মতোই আছেন ১৬ নম্বরে। দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেট নিয়ে বোলিংয়ে এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। আছেন ১৯ নম্বরে। তবে হারিয়েছেন অলরাউন্ডাদের র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব। সাকিবকে টপকে শীর্ষে উঠেছেন মোহাম্মদ হাফিজ। প্রথম ওয়ানডেতে ২৯ রান করেছিলেন সাকিব, বল হাতে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ওয়ানডেতে দুটি উইকেট নিলেও রান করেছেন ৫। তার রেটিং পয়েন্ট ৩৪৫। হাফিজের পয়েন্ট ৩৬০। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে হাফিজের রান ৩২, ৮ ও অপরাজিত ৩৪। উইকেট প্রতি ম্যাচেই একটি করে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৩২ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের পর বাংলাদেশের সেরা মাশরাফি বিন মুর্তজা, আছেন ২১ নম্বরে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com