রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৯

প্রকাশিতঃ বুধবার, ৩১ মার্চ ২০২১ ১০:৫১:১৫ অপরাহ্ন

বর্ণিল উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ গেমস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরে পা রাখার জায়গা নেই। ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, দোকানদার, ক্রেতা, হকার, ভাসমানমানদের পদচারণায় পুরো এলাকা যেন মানুষের কুন্ডলী। দেশের সবচেয়ে বড় ক্রীড়ানুষ্ঠান উদ্বোধনের ঠিক আগের সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবেশটা ছিল বড্ড বেমানান। স্টেডিয়ামের চত্বর দিয়ে হু হু করে গাড়ী-ঘোড়া তো চলছেই। অথচ এবারের বাংলাদেশ গেমসটা জাতির পিতার নামে।

স্টেডিয়ামের ভেতরে চলছে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি। বাইরের পরিবেশ অন্য দিনগুলোর মতোই। এক-দুটা দিনও স্টেডিয়াম চত্বরটি নিজেদের করে পেলো না ক্রীড়াবিদরা। অথচ দেশের ক্রীড়ার প্রধান কেন্দ্র এই বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম বাংলাদেশ গেমস আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে স্টেডিয়ামে এসে নয়, তিনি উদ্বোধন করবেন ভার্চুয়ালি। যে কারণে স্টেডিয়াম চত্বরকে খেলাধুলার পরিবেশ উপযোগী করার উদ্যোগ নেই আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ।

বাংলাদেশ গেমস মানেই জমকালো উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান; কিন্তু এবার করোনাভাইরাসের কারণে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, দর্শকের সুরক্ষার প্রয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে কাটছাঁট করতে হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ)।

উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশদ্বারগুলো দর্শকদের জন্য খুলে দেয়া হবে বিকাল ৩ টায়। সাড়ে ৫টা পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এরপর অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে পর্দায় তুলে ধরা হবে বাংলাদেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্যগাঁথা।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com