শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০২

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ০৪:৩৮:৫৭ অপরাহ্ন

টাইগারদের সামনে ত্রিদেশীয় সিরিজ জয়ের হাতছানি

আরও একটি ফাইনালে বাংলাদেশ দল। অতীতে বারবার ফাইনালে হেরে যাওয়া বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশ সময় পৌনে চারটায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, আমরা দুইটা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। আর একটা ম্যাচ জিতলে শিরোপা জিততে পারব। আশা করছি ভালোভাবেই ফাইনালটা শেষ করতে পারব। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, আমাদের ক্রিকেটাররা ছন্দে আছে। আগের দুই ম্যাচে উইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে। আশা করছি ফাইনালেও সেই পারফরম্যান্স অব্যাহত থাকবে। সাবেক অধিনায়ক সুমন আরও বলেন, আমাদের টপঅর্ডার ব্যাটিংয়ে ভালো হচ্ছে। সৌম্য-লিটন দুইজনইভালো ব্যাটিং করছে। পেস বোলিংয়ে সবাই ভালো করছে। আশা করছি ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি বিশ্বকাপেও এটা আমাদের কাজে দেবে। ফাইনালের আগে অপরাজিত বাংলাদেশ দল। নিজেরদের প্রথম ম্যাচে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন উইন্ডিজের বিপক্ষে ২৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিজেদের তৃতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। বুধবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ২৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে লিটন-তামিম-সাকিবের ফিফটিতে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে যাওয়া বাংলাদেশ আরও একটি ট্রফির দুয়ারে। টাইগাররা এবার কি পারবেন ফাইনালে বারবার হেরে যাওয়া হতাশা গুছাতে? সবশেষ দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে, পাকিস্তান-শ্রীলংকার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। কিন্তু শিরোপার দুয়ারে গিয়ে ভারতের বিপক্ষে ৩ উইকেটে হেরে যায় মাশরাফিরা। গত বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ২২২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৭৯ রানে হেরে যায় বাংলাদেশ। এর আগে ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ খেলেও মাত্র ২ রানে হেরে যায় টাইগাররা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com