শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৫১

প্রকাশিতঃ বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯ ০৩:০২:৫৭ পূর্বাহ্ন

নিজেকে খুঁজছেন তামিম!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। কিন্তু চলতি আসরে কুমিল্লার জার্সিতে ২২ গজে নিজেকে হারিয়ে খুঁজছেন দেশসেরা এই ওপেনার। সিলেটের বিপক্ষে ৩৫ রানে শুরু করেছিলেন আসর। সেই সিলেটের বিপক্ষে মঙ্গলবার করলেন ফিরলেন শূণ্য হাতে। বিপিএলের এবারের মৌসুমের দ্বিতীয় ডাক। আগের ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি। এর আগে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রংপুর ও রাজশাহীর বিপক্ষে রান যথাক্রম ৪ ও ২১। সিলেটকে ৮ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে হাজির হন তামিম। তিনি বলেন, ‘‘আমার ব্যাটিং একদমই ভালো হচ্ছে না। আমি কিন্তু খুব ভালো অনুভব করছি না। ’’ ‘‘আপনাকে এটা মেনে নিতে হবে। সবসময় সবকিছু আপনার পক্ষে যাবে না। আপনি সবসময় রান করতেই থাকবেন সেটা হয় না। গত কয়েক বছর ধরে আমি এটা করে আসছি। কিছু সময় আসবে যখন আমি রান পাবো না। এটা নিয়ে খুব বেশি চিন্তিত না। ’’ ‘‘আমি জানি কিভাবে এমন অবস্থা থেকে ফিরতে হয়। যদি সামনের ম্যাচেও যদি রান না হয় তাহলে আমি প্যানিক হবো না। আমি চেষ্টা করব, কঠোর পরিশ্রম করব। আমি অনেকটাই নিশ্চিত, আমার ভেতর একটা ইনিংস আছে যেটায় সব কিছু বদলে যাবে। ’’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com