শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫৯

প্রকাশিতঃ শনিবার, ১২ জানুয়ারী ২০১৯ ০১:৩৬:০৯ অপরাহ্ন

সুনীল নারিনকে ফেরালেন কাপালি

ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই। ঢাকা ডায়নামাইটসের এই আফগান ওপেনারকে মাত্র ৪ রানে ফেরান সোহেল তানভির। ঢাকার হয়ে প্রথম দুই ম্যাচে (৭৮ ও ৫৭) রানের বন্যা বইয়ে দেন জাজাই। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে ১ ও ৪ রানে ফেরেন এই আফগান। দলীয় ৪ রানে ওপেনার জাজাইয়ের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া ঢাকাকে খেলায় ফেরান সুনীল নারিন ও রনি তালুকদার।দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ২৫ রানে অলক কাপালির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন নারিন।সাজঘরে ফেরার আগে ২১ বলে ২৫ রান করেন ক্যারিবীয় এই ওপেনার। টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস বিপিএলের চলতি ষষ্ঠ আসরের ১২তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ঢাকা ডায়নামাইটস। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স। এর আগে নিজেদের তিন খেলায় তিনটিতে জিতে ৬ পয়েন্ট অজর্ন করে শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স আগের দুই ম্যাচের একটিতে জিতে অর্জন করেছে ২ পয়েন্ট। শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে খেলছে সিলেট। ঢাকা ডায়নামাইটস: হজরতউল্লাহ জাজাই, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন ও আল ইসলাম। সিলেট সিক্সার্স: ডেভিড ওয়ার্নার, লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মন, অলক কাপালি, মোহাম্মদ ইরফান, আফিফ হোসেন, আল আমিন হোসেন, সন্দীপ লামিচান, নিকোলাস পুরান, সোহেল তানভির ও তাসকিন আহমেদ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com