রোববার, ০৫ মে ২০২৪, ০৯:০৫

প্রকাশিতঃ রোববার, ০৯ ডিসেম্বর ২০১৮ ০২:২১:১৫ অপরাহ্ন

কপিলকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি বিন মুর্তজা। আর এই দুইশ ওয়ানডের মাইলফলকে পৌঁছে উইকেট শিকারের সংখ্যায় ভারতের কিংবদন্তি কপিল দেবকে ছাড়িয়ে গেছেন মাশরাফি। হাটুর ইনজুরি আর অস্ত্রোপচারের কারণে ক্যারিয়ারে বেশ লম্বা একটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে মাশরাফিকে। বারবার হাঁটুতে অস্ত্রোপচার না হলে উইকেট শিকারে পেসারদের এ তালিকায় হয়তো আরো এগিয়ে যেতে পারতেন ৩৫ বছর বয়সি এ ক্রিকেটার। ২০০ বা ততোধিক ম্যাচ খেলে ২৫৫ উইকেট নিয়ে মাশরাফির অবস্থানটি তালিকার তেরতম অবস্থানে। ২২৫ ম্যাচে ২৫৩ উইকেট নিয়ে মাশরাফির পরের অবস্থানে রয়েছেন কপিল দেব। এ তালিকায় শীর্ষ অবস্থানটি পাকিস্তানি বোলার ওয়াকার ইউনুসের। ২৬২ ম্যাচ খেলে ৪১৬টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানি এ কিংবদন্তি বোলার। ৩০৩ ম্যাচে ৩৯৩ উইকেট নিয়ে পরের জায়গাটি দক্ষিণ আফ্রিকার শন পোলকের দখলে। তবে এশিয়ার বোলার হিসেবে মাশরাফির অবস্থানটি ষষ্ঠ অবস্থানে। ওয়ানডে ক্যারিয়ারে দুইশ ম্যাচের মাইলফলক ছুঁলেও দেশের হয়ে সেই সংখ্যায় পৌঁছতে এখনো পিছিয়ে রয়েছেন মাশরাফি। সেজন্য আরো দুটি ম্যাচ খেলতে হবে মাশরাফিকে। ২০০৭ সালের আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি এশিয়া একাদশের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামার আগে ১৯৯ ওয়ানডেতে মাশরাফির উইকেট সংখ্যা ছিল ২৫২টি। ৩১.৬৫ গড়ে যেখানে ডানহাতি এ পেসারের সেরা বোলিং ফিগার ৬/২৬। ২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ ওয়ানডেতে অভিষেক হয় মাশরাফির।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com