রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৬

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮ ১১:৪৯:১৭ পূর্বাহ্ন

উইন্ডিজ সিরিজে খেলছেন না মাশরাফি?

বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে ২২ তারিখ থেকে। ওইদিন টেস্ট সিরিজ দিয়েই তাদের সফর শুরু। দুটো টেস্ট সিরিজ শেষেই ওয়ানডে সিরিজের উন্মাদনা। এ সিরিজে লাল-সবুজের দলটিই ফেভারিট। ইতিমধ্যে সফরকারী দলের একটি অংশ বাংলাদেশে পা রেখেছে। তবে এ সিরিজে নাও খেলতে পারেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিসিবি সভাপতির কথায় এমন আভাসই পাওয়া গেল। আজ মিরপুর স্টেডিয়াম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, 'ওর কর্মসূচি কী, ঠিক জানি না। আজ ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে, সে অবশ্যই খেলবে। এক দিনের জন্যও যদি সময় থাকে, সে অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সব সময়ই প্রাধান্য পাবে। ' উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামীলীগের হয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক এরই মধ্যে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোট গ্রহণের তারিখ। চূড়ান্ত মনোনয়ন পেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময়ই তাকে প্রচার-প্রচারণায় থাকতে হবে। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com