শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৭

প্রকাশিতঃ শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮ ০৮:৪৯:২৪ পূর্বাহ্ন

অনেক দিন ছেলের রসিকতা সইতে হবে, সেই রান আউট নিয়ে আজহার

অস্ট্রেলিয়া বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে হাস্যকরভাবে রান আউট হয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান আজহার আলি। সিডলের বল আলতোভাবে (গালি এরিয়া) ঠেলে দেন আজহার। কিন্তু আউট ফিল্ড কিছুটা স্লো থাকার কারণে বল বাউন্ডারি লাইনের আগেই থেমে যায়। অথচ বাউন্ডারি হয়েছে ভেবে নিয়ে উইকেটে থাকা আজহার আলী ও আসাদ শফিক ক্রিজের মাঝে দাঁড়িয়ে নিজেদের মধ্যে পরামর্শ শুরু করে দেন। সুযোগ বুঝতে পেরে সেখান থেকেই বল কুড়িয়ে স্টার্ক উইকেট কিপার পেইনের হাতে থ্রো করেন। পেইন সঙ্গে সঙ্গে উইকেট ভেঙে দেন। আশ্চর্যের ব্যাপার হলো, আজহার ও শফিক এই দৃশ্য দেখার পরও তাঁদের মধ্যে ক্রিজে ফেরার কোনো তাগাদা ছিল না। যা নিয়ে সোশ্যাল সাইটে হাসির রোল পড়ে যায়। তবে নেটিজেনদের এসব মন্তব্য নিয়ে ভাবছেন না আজহার আলী। ভাবছেন, তার ১০ বছরের ছেলে ইবতিশামকে নিয়ে। ম্যাচ শেষে আজহার আলী বলেন, ‘আমার ছেলে এ নিয়ে অনেক দিন রসিকতা করবে। তাঁকে ক্রিকেট নিয়ে কিছু বলতে গেলে নিশ্চিতভাবেই প্রসঙ্গটা টেনে আনবে। ’ আসাদ শফিকের ওপর নয়, দায়টা নিজের ওপর নিয়ে আজহার বলেন, 'কেউ-ই ভাবতে পারিনি এমন কিছু ঘটতে পারে। স্টার্ক বলটা থ্রো করার সময়েও মাথায় ছিল না কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু বলটা উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়ার পর বুঝতে পারি মজার কিছু ঘটতে যাচ্ছে। ’ এরপর যা হয়েছে সেটা তো দেখতেই পেয়েছেন ক্রিকেট বিশ্ব। যদিও আবুধানি টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে তার দেশ পাকিস্তান।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com