রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪৯

প্রকাশিতঃ শুক্রবার, ২২ জুন ২০১৮ ০৬:১৫:১৫ পূর্বাহ্ন

নেইমারকে নিয়েই আজ মাঠে নামছে ব্রাজিল

নেইমারের ইনজুরি নিয়ে উৎকণ্ঠায় ব্রাজিলসহ পুরো ফুটবল বিশ্ব। উৎকণ্ঠায় বাংলাদেশে ব্রাজিলের সমর্থকরাও। ঘুরে ফিরে বার বার প্রশ্ন উঠছে আজ নেইমার খেলবেন তো? গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় আজ কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সমীকরণটা তাই অনেকটা এরকম, আজ জিততে হবে। প্রথম খেলায় সুইজারল্যান্ডের সঙ্গে (১-১) ড্র করে ব্যাকফুটে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায়ও নেই তাদের। কোস্টারিকার সঙ্গে ব্রাজিলের পয়েন্ট হারানোর কোনো কারণ দেখছেন না কোচ তিতে। মরিয়া হয়ে লড়াই করে ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান তিনি। কিন্তু গোল্ডেন বুট পাওয়া তারকা নেইমার খেলবেন কিনা তা নিয়ে ভক্তদের মনে শঙ্কা রয়েই গেছে। সেই প্রশ্নেরও জবাব প্রস্তুত তিতের মুখে। নেইমারের জায়গা পূরণ করে খেলানোর মত দলটাকে তৈরি রেখেছেন তিতে। কারণ তিনি তো জানেন নেইমারকে মাঠে নামানোর শেষ পর্যন্ত চেষ্টা করা হবে। নেইমার মাঠে নামলে দল হবে অন্য রকম শক্তিশালী। কাল রাতে সেন্ট পিটারবার্গের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই উঠল নেইমার খেলতে পারবে কিনা। কোচ তিতে বলে উঠলেন হ্যাঁ নেইমার খেলবে। জানিয়ে দিলেন সব সংশয় কাটিয়ে ওঠার কথা। ব্রাজিলীয়ান সাংবাদিকরা তাদের পর্তুগীজ ভাষা ব্যবহার করলেন। আর সেটা রুপান্তর হয় চারটি ভাষায়। সঙ্গে সঙ্গে ইথারে ছড়িয়ে পড়ল ফুটবল দুনিয়ায়। কোচের কণ্ঠে তাল মিলিয়েছেন অধিনায়কের দায়িত্ব ফিরে পাওয়া ডিফেন্ডার থিয়েগো সিলভা। অনুশীলনে নামার আগে কোচের সঙ্গে মাইক্রোবাসে চড়ে থিয়েগো সিলভাও এলেন সংবাদ সম্মেলনে। খুব বেশি সময় থাকেননি। অনুশীলনের জন্য তাকে চলে যেতে হয়েছিল। তবে যাওয়ার আগে ব্রাজিল সমর্থকদের উৎকণ্ঠা কমিয়ে দিতে জানিয়ে গেলেন নেইমার খেলবেন। কোচ এবং অধিনায়ক দুজনেরই একই সুর আগের খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা সেরা একাদশই আজ কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com