বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৯

প্রকাশিতঃ মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ ০৯:০৯:১৭ অপরাহ্ন

লকডাউনের দ্বিতীয় দিনেও পুঁজিবাজারে বড় উত্থান

লকডাউনের খবরে গত রোববার (০৪ এপ্রিল) পুঁজিবাজারে বড় ধস নামে। তবে লকডাউন শুরু হওয়ার পর থেকে বড় উত্থানে রয়েছে দেশের পুঁজিবাজার। এরই ধারাবাহিকতায় আগের দিনের ন্যায় মঙ্গলবারও (০৬ এপ্রিল) বড় উত্থান হয়েছে। এদিন শেয়রবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।


আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮১.৩৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.৮৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৩.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৪.৬১ পয়েন্টে এবং ১৯৮৮.২৬ পয়েন্টে।


আজ ডিএসইতে ৫০৮ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৭১ কোটি ৮৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৩৬ কোটি ৬০ লাখ টাকার।


ডিএসইতে আজ ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪০টির বা ৬৯.৩৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫টির বা ৪.৩৪ শতাংশের এবং ৯১টির বা ২৬.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৭.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৬১.৭১ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির দর বেড়েছে, কমেছে ১২টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com