মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৪১

প্রকাশিতঃ শনিবার, ১৭ মার্চ ২০১৮ ১১:০৫:৩৫ পূর্বাহ্ন

রংপুরে ব্রিজ থেকে পড়ে ইউপি সদস্যসহ নিহত ২

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ব্রিজ থেকে নিচে পড়ে মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত সোয়া ২টা দিকে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের রামনাথপুর ইউনিয়নের দুরা ব্রিজ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার ১২ নং মিথিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শাহীন (৩৮) ও সাদিকুল ইসলাম (৩৫)। তারা দুজনই পীরগঞ্জ উপজেলার রওশনপুর গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, দিবাগত রাত সোয়া ২টার দিকে মোটরসাইকেলে ইউপি সদস্য শাহীন ও সাদিকুল নিজ গ্রামে ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের নির্মাণাধীন দুরা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই সাদিকুলের মৃত্যু হয়। পরে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শাহীনের মৃত্যু হয়।

দুজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com