শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৬

প্রকাশিতঃ শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ ০৪:২১:৫৬ অপরাহ্ন

বিএনপির ৪০ নেতাকর্মী আটক, পুলিশের আট সদস্য আহত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্মকর্তা শেখ মোহাম্মদ শামীম বলেন, ‘রমনা ও শাহবাগ থানা মিলে প্রায় ৪০ জনকে পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অপরাধ প্রমাণিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে। আর যাদের অপরাধ প্রমাণিত হবে, তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’  তিনি আরও বলেন, ‘পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন নিজেদের মতো করে।’

এ ব্যাপারে জানতে চাইলে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘৪০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাউকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি।’

এ দিকে রমনা বিভাগের এডিসি পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখনও পর্যন্ত মোট ৪০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কারা পুলিশের ওপর হামলা চালিয়েছে, তা যাচাই করা হচ্ছে।’ 

এর আগে ডিসি সাজ্জাদুর রহমান জানিয়েছিলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। এ সময় তারা দায়িত্বরত পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিপেটা করে। এ সময় ওই স্থান থেকে কয়েকজনকে পুলিশ আটক করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশের শেষের দিকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com