শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:০৮

প্রকাশিতঃ রোববার, ১৭ জানুয়ারী ২০২১ ০৯:০৫:২৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের সেই কাউন্সিলরের মিছিল করা ঠিক হয়নি: ইসি সচিব

বিজয়ী কাউন্সিলর হত্যা ও গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, নির্বাচনের সুনাম ক্ষুণ্ণ করতে অপশক্তি এগুলো করে।

নির্বাচন ভবনে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলামকে শনিবার হত্যা করা হয়। গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট গণনা নিয়ে উত্তেজিত জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন ধরানোসহ ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করা হয়।

এসব ঘটনা প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, আচরণবিধি অনুযায়ী বিজয় মিছিল বের করা যাবে না। মিছিল করা ঠিক হয়নি। আর হত্যাকারীরা জঘন্য অপরাধ করেছে। এর কোনোটাই কাম্য নয়। ঘটনার তদন্ত হচ্ছে। রিপোর্ট এলে বলা যাবে কী কারণে এ ঘটনা ঘটল। নির্বাচনপরবর্তী বিজয় মিছিল যেন না হয় তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।

কাউন্সিলর হত্যার দায় কার- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, মিছিল যারা বের করেছেন, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে করেননি। আমি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে রাত ১টায় যেখানে ছিনতাই হয় সেখানে টাকা-পয়সা নিয়ে ঘোরাফেরা করি, তাহলে তো ছিনতাই হবেই। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে কী করবে?

তিনি বলেন, নিরাপত্তার দায়িত্ব নাগরিকের নিজেরও। প্রথম দায়িত্ব নিজের। শঙ্কা বোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। তারা কিছু না করলে তখন তাদের দোষ দেওয়া যায়।

ইসির সচিব বলেন, ভোটে পরিবারের সদস্যদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা হয়। ঘরে ঘরে গিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে কেউ চাইলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। পরাজয় মেনে হিংসার মানসিকতা পরিত্যাগ করতে হবে।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com