রোববার, ০৫ মে ২০২৪, ১০:১৩

প্রকাশিতঃ শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:২২:২০ পূর্বাহ্ন

খালেদার মুক্তি অসম্ভব, তাই জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি অসম্ভব জেনেই বিএনপি এখন জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। শুক্রবার (০৭ সেপ্টেম্বর ২০১৮) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে একথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এ সময় বিএনপি নির্বাচনে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, ‘কারাগারের মধ্যে আদালত স্থাপন করা যদি সংবিধান লঙ্ঘন হয়, তাহলে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে কর্নেল তাহেরকে কারাগারের মধ্যে বিচার করে ফাঁসি দিয়েছিল। তখন কী সংবিধান লঙ্ঘন হয়েছিলো?' তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া ১২০০ মুক্তিযোদ্ধা অফিসারকে কারাগারের মধ্যে বিচার করে ফাঁসি দিয়েছিলেন। এগুলো কী সংবিধান বিরোধী ছিল নাকি সংবিধান লঙ্ঘন ছিল। বিএনপির কাছে আমার এই প্রশ্ন। ’ মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বেগম জিয়া নিজেকে নির্দোষ ভাবেন তাহলে কেন আদালতের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে প্রমাণ করছেন না। কারণ আপনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এখন সরকারের ওপর মিথ্যাচার করে বিভ্রান্তি চালাচ্ছেন। ’ তিনি বলেন, ‘বর্তমান সরকার সবসময় ন্যায় কাজ করেছি, কখনও অন্যায় করেনি। বেগম খালেদা জিয়ার মুক্তি একমাত্র আদালতের মাধ্যে আসতে পারে। আইনি প্রক্রিয়া ছাড়া দ্বিতীয় আরেকটি রাস্তা আছে, সেটা মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন। যদি উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন। এটা ছাড়া মুক্তি পাবার কোনো সম্ভাবনার পথ নেই। ’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com