শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:২৭

প্রকাশিতঃ শুক্রবার, ০৪ জুন ২০২১ ১২:৫২:০৬ পূর্বাহ্ন

বেগম জিয়াকে কেবিনে স্থানান্তর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে।

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুন) বিকাল সাড়ে পাঁচটায় তাঁকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
 
বেগম জিয়ার মেডিকেল টিমের একজন চিকিৎসক জানিয়েছেন, তাঁর হার্ট, ডায়াবেটিসসহ অন্য সমস্যাগুলোর উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হয়েছে। এখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। কয়েকদিন পর বলা যাবে- তাঁকে কবে বা কখন বাসায় নেওয়া যাবে।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com