শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:২০

প্রকাশিতঃ রোববার, ২৫ এপ্রিল ২০২১ ১২:৩২:৫৬ পূর্বাহ্ন

ভারতের সাথে সব স্থলবন্দর বন্ধের দাবি বিএনপির

করোনার সংক্রমণ প্রতিরোধে ভারতের সাথে দেশের সবগুলো স্থলবন্দর বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনার ভয়ঙ্কর প্রকোপে পর্যুদস্ত সেবা পরিস্থিতি। ইতোমধ্যে ভারত বিশ্বে সংক্রমণের হারে সবার ঊর্ধ্বে। দেশটিতে সংক্রমণ মারাত্মক, সেখানকার মারাত্মক পরিস্থিতি। আমি ভারতের এ বিষয়টি এ কারণে উল্লেখ করছি যে, ভারতের সাথে আমাদের এখনো প্রচুর পরিমাণ ব্যবসায়িক সম্পর্ক এবং স্থলপথে আমাদের নাগরিকদের যাতায়াত আছে। বিশেষ করে মেডিক্যাল ভিসা বা অন্য কারণে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা দেখছি, পশ্চিমবাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে এজন্য আমরা মনে করছি স্থলপথে যে সীমান্তগুলো আছে এই সীমান্তগুলো একেবারে বন্ধ করা দরকার।

তিনি আরো বলেন, ইতোমধ্যে বলা হয়েছে বাইরে থেকে যারা বিমানে করে আসবেন তাদের মাত্র তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে এটা আমি বিশ্বের কোথাও শুনিনি।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ওই সমস্ত সিদ্ধান্তগুলো আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলছে।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com