মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ০২:২০:০১ পূর্বাহ্ন

টিকা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিভিন্ন দেশ থেকে টিকা পাওয়া নিয়ে সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমাদের জেনেভা মিশন জানিয়েছে কোভ্যাক্সের মাধ্যমে আরো তিন মিলিয়ন মডার্না ভ্যাকসিন পাচ্ছি। শিপমেন্ট রেডি আছে। ইতিমধ্যে ২.৫ মিলিয়ন এই টিকা পেয়েছি।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সুখবর দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানিজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে।

তিনি জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ১৫ জুলাই তাসকন্দে সাক্ষাৎ হবে। চীন সরকার আরো এক মিনিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসাবে দিবে।

ইউ থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরো ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে আসবে উল্লেখ করে তিনি আরও জানান, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমরা যেন সবাই আবার সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যেতে পারি।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com