রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৮

প্রকাশিতঃ রোববার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ ০১:৪৬:২৬ পূর্বাহ্ন

এ এক বদলে যাওয়া বাংলাদেশ

দীর্ঘ এক বছর পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সামনে আসেন তিনি।

সাধারণত বিদেশ সফর থেকে ফিরে অথবা বিশেষ কোনো জাতীয় ইস্যুতে সংবাদ সম্মেলন ডাকেন প্রধানমন্ত্রী। সেখানে সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করতে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা তুলে ধরেন দেশের নানা সমস্যা ও অসঙ্গতি। এদিনও তার ব্যতিক্রম হয়নি। তবে এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশকে এ পর্যন্ত নিয়ে আসতে নানা চড়াই-উৎরাইয়ের গল্প তুলে ধরেন।

কাতার-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় সম্প্রতি বাংলাদেশকে নিয়ে প্রচারিত তথ্যচিত্র নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আল-জাজিরা নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। কিছু বলারও নেই। একটি চ্যানেল কী করছে না করছে, দেশবাসী বিচার করে দেখবে। কোন চ্যানেল কী বলল না বলল, সেটা শুনে রাজনীতি করা আমার কাজ না। যার যা বলার, বলতে থাকুক। বলাটাই তাদের কাজ। আর জনগণের জন্য করাটা আমার কাজ।’

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com