শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৩৩

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ ০৫:৫৪:২৩ পূর্বাহ্ন

ফেসবুকের বিরুদ্ধে জোটবদ্ধ ১০০০ কোম্পানি

ফেসবুক ও গুগলের বিরুদ্ধে আগেও বয়কটের ঘোষণা এসেছে। তবে তাতে এসব প্ল্যাটফর্মে খুব একটা প্রভাব পড়েনি। তবে এ বছর বর্ণবাদ বিরোধী আন্দোলন জোরদার হওয়ায় এবারের বয়কটের ঘোষণা ব্যতিক্রম বলে ধারণা করা হচ্ছে। বর্ণবাদী পোস্ট না সরিয়ে নিলে ফেসবুকে বিজ্ঞাপণ না দেওয়ার ঘোষণা দিয়েছে বেশ কিছু কোম্পানি। এ নিয়ে স্টপ হেট ফর প্রফিট ক্যাম্পেইন শুরু হয়েছে। যাতে প্রায় ১০০০ কোম্পানি যোগ দিয়েছে। এ আন্দোলনে বিজ্ঞাপনদাতাদের ফেসবুককে বয়কট করতে উৎসাহিত করা হচ্ছে। এই প্লাটফর্মে যতক্ষণ পর্যন্ত বর্ণবাদী বিষয়গুলো সরিয়ে নিতে সোশ্যাল নেটওয়ার্ক কার্যকর পদক্ষেপ নেবে না ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। ওয়ার্ল্ড ফেডারেশন অব অ্যাডভাইজার এর প্রধান নির্বাহী স্টিফেন লোয়ের্ক বলেছেন, বড় ধরনের কাঠামোগত পরিবর্তন না আনলে বড় ব্রান্ডগুলো বিজ্ঞাপন দেওয়া শুরু করবে বলে আমি মনে করি না। তাদের সঙ্গে কথা বলে আমার তাই মনে হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com