শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৪১

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ ০৩:০৬:৩০ পূর্বাহ্ন

আগামী বছর ভারতে প্রতিদিন করোনায় আক্রান্ত হবে ২ লাখ ৮৭ হাজার মানুষ! মার্কিন সমীক্ষায় চাঞ্চল্য

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশ। ভারতের ব্যাপক হারে সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। বর্তমানে আক্রান্তে বিশ্বে তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত। এমতাবস্থায় মার্কিন এক সমীক্ষায় উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়েছে, আগামী বছর ভারতে করোনা আরও ভয়াবহ আকার ধারণ করবে। দেশটিতে প্রতিদিন আক্রান্ত হবে ২ লাখ ৮৭ হাজার মানুষ। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের সমীক্ষায় উঠে এসেছে এমনই ভয়ঙ্কর তথ্য। গবেষকরা জানিয়েছেন, যদি কোনও ভ্যাকসিন বা প্রতিষেধক না আসে তাহলে বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত হবেন এই ভারতেই। গবেষকরা আমেরিকার ব্যাপারেও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের মতে, ভারতের পরই আমেরিকায় দিনে সর্বাধিক আক্রান্ত হবে। দৈনিক ৯৫ হাজার ৪০০ জন হবে আমেরিকায়। এরপর দৈনিক সবচেয়ে বেশি হবে দৈনিক দক্ষিণ আফ্রিকা (২০,৬০০) ও ইরানে (১৭,০০০)। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বিশ্বে ৮৪টি দেশে ভাইরাসে আক্রান্ত হবেন প্রায় ২৫ কোটি মানুষ। মারা যাবেন প্রায় ১৮ লাখ মানুষ। করোনায় সুরক্ষাবিধির ওপরই নির্ভর করবে আক্রান্তের সংখ্যা, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে ওই সমীক্ষায়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com