বুধবার, ০৮ মে ২০২৪, ১২:১১

প্রকাশিতঃ বুধবার, ০৩ জুন ২০২০ ১১:৩৫:৪৮ অপরাহ্ন

স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিক পরিবহন, ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরের সিইপিজেড এলাকার সিয়াম সুপিরিয়র লিমিটেড ফ্যাক্টরি স্বাস্থ্যবিধি না মেনে ১৭ জন শ্রমিক পরিবহনের জায়গায় ৫০ জন পরিবহন করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিকালে চৌমুহনী মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাড়িটি আটক করে এ জরিমানা করা হয়। এছাড়া নগরীর বাকলিয়া, সদরঘাট, ডবলমুরিং এলাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহন চলাচল করায় ৩টি পরিবহন চালককে আরও ৪ হাজার ৫০০ টাকা জরিমানা, চকবাজার, পাচলাইশ, খুলশী, চাঁন্দগাও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ৮টি মোটরবাইক চালককে স্বাস্থ্যবিধি না মানায় মোট ১৯০০ টাকা জরিমানা করা হয়। তাছাড়া নগরীর পাহাড়তলী, আকবরশাহ, বন্দর, পতেঙ্গা ও ইপিজেড থানাধীন বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উদ্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com