শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:০৬

প্রকাশিতঃ সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৩:৪৩ পূর্বাহ্ন

খেলতে বের হয়ে রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল শিশু

রাজধানীর তেজগাঁয়ের পশ্চিম নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় হাসান আলী নামে ৩ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। নিহতের চাচা শাহজাহান আলী জানান, দুপুর দুইটায় পশ্চিম নাখালপাড়া বাসার অদূরে খেলাধুলার জন্য বের হলে ট্রেন লাইনে উঠে যায় শিশু হাসান। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রেলওয়ে থানার ওসি রকিবউল হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহত শিশু হাসান কিশোরগঞ্জের কটিয়াদী থানার পিপুলিয়া গ্রামের মো. রিপন আলীর ছেলে। বর্তমানে ২৭২/২পশ্চিম নাখালপাড়া পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। তিন ভাইয়ের মধ্যে হাসান ছিল ছোট।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com