শনিবার, ০৪ মে ২০২৪, ১১:১২

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯ ১১:৩৩:১৮ পূর্বাহ্ন

নতুন সড়ক আইন বাস্তবায়নে আরও এক সপ্তাহ সময় বাড়ল: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আরও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। এরপর থেকে আইনটি কঠোরভাবে প্রয়োগ করা হবে। মূলত জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বনানীর সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন সেতুমন্ত্রী। নতুন আইনের বিধি প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, সড়ক পরিবহনের নতুন আইন কার্যকর করার আগে এক সাপ্তাহ সময় বাড়ানো হয়েছিলে। যাতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। মূলত কঠোর আইন প্রয়োগের আগে আরও সময় দেওয়া প্রয়োজন। তাই তাদের সচেতনতা বাড়াতে আরও এক সাপ্তাহ সময় বাড়ানো হলো। এরপর থেকে আইনটি কঠোরভাবে প্রয়োগ করা হবে। নতুন সড়ক আইন বাস্তবায়ন নিয়ে আজকের মতবিনিময় সভায় সড়ক পরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com