রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২৬

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ০৩:১৬:৩৫ পূর্বাহ্ন

রাজশাহীতে ফুঁসে উঠছে পদ্মা

উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে ফুঁসে উঠছে পদ্মা। নদীতে পানি বাড়ছে প্রতিদিনই। এরই মধ্যে বয়ে যাচ্ছে দখিনা স্রোত। এভাবে পানি বাড়তে থাকলে কয়েকদিন পরেই পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করবে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফলে মধ্য চর ও নদী তীরে বসবাসরতরা উদ্বিগ্ন হয়ে উঠছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১০ দশমিক ৭৬ সেন্টিমিটার। আর রাজশাহীতে পদ্মার বিপদসীমা হচ্ছে ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানির সর্বোচ্চ উচ্চতা ছিল ১৭ দশমিক ৩৪ সেন্টিমিটার। ছুঁই ছুঁই করলেও এরপর আর পদ্মার পানি বাড়েনি। ১৮ সেপ্টেম্বর থেকে পানি কমতে শুরু করে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার এনামুল হক বলেন, গত সোমবার সন্ধ্যা ৬টায় পদ্মা নদীতে পানির উচ্চতা মাপা হয়েছিল ১০ দশমিক ৪৮ সেন্টিমিটার। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ সেন্টিমিটারে। ফলে ২৪ ঘণ্টায় রাজশাহীর পদ্মায় পানি বেড়েছে দশমিক ২৮ সেন্টিমিটার। এভাবে প্রতিদিনই পানি বাড়ছে। এর আগে গত ২ জুলাই রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা মাপা হয়েছিল ১০ দশমিক ৭৮ সেন্টিমিটার। মূলত ওইদিন থেকেই পদ্মায় পানি বাড়তে শুরু করে। তবে অতীতের পরিসংখ্যান টেনে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার এনামুল হক আরও বলেন, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। ২০১৬ সালের ২৮ আগস্ট রাজশাহীতে পদ্মার পানির প্রবাহ উঠেছিল সর্বোচ্চ ১৮ দশমিক ৪৬ সেন্টিমিটার। এরপর আর বাড়েনি। পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, পানি বিপদসীমা অতিক্রম করলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধ নির্মাণ কাজও শেষ হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com