শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪০

প্রকাশিতঃ শনিবার, ১৫ জুন ২০১৯ ০৩:২০:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশসহ ৩ দেশে সামরিক অর্থায়নে ট্রাম্পের উদ্যোগ

চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে বঙ্গোপসাগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপে ৩ কোটি মার্কিন ডলার সামরিক অর্থায়ন করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থ ছাড়ের ব্যাপারে দেশটির কংগ্রেসে অনুমোদন চেয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির সাব-কমিটিতে বৃহস্পতিবার ‘ইউএস ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া অ্যান্ড দ্য এফওয়াই ২০২০ বাজেট’ শীর্ষক শুনানিতে অর্থ বরাদ্দের বিষয়টি তুলে ধরেন দেশটির পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালিস জি ওয়েলস। লিখিত বিবৃতিতে তিনি বলেন, শ্রীলংকা, বাংলাদেশ ও মালদ্বীপে সমুদ্রাঞ্চল এবং সীমান্তে নিরাপত্তায় ৩ কোটি ডলার বরাদ্দ দিতে অনুরোধ জানাচ্ছি। এটা দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় নিরাপত্তা রক্ষায় নতুন সহযোগিতাপ্রকল্পের অংশ। তিনি আরও বলেন, আমরা দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরসংলগ্ন অঞ্চলে অবকাঠোমো নির্মাণ, জ্বালানি, ডিজিটাল সংযোগ ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আরও ৬ কোটি ৪০ লাখ ডলার সহায়তায় অর্থ বরাদ্দের অনুরোধ করছি। তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থায়ন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। ২০২০ আর্থিক বর্ষে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ডলার বরাদ্দের অনুমোদন চাচ্ছি। এর মধ্যে ভারত ও মালদ্বীপে উন্নয়ন তহবিলও রয়েছে। ২০১৯ সালের তুলনায় মোট বরাদ্দের এ হারদ্বিগুণেরও বেশি। ওয়েলস বলেন, আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে চীনের ঋণের ফাঁদে পড়তে দিতে পারি না। বাংলাদেশ নিয়ে তিনি বলেন, এ অঞ্চলে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা প্রদানের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রায় ১৭ কোটি মানুষ বাস করেন এবং জিডিপি সব সময় ৬ শতাংশের বেশি আছে। ওয়েলস বলেন, বাংলাদেশে ৩০ ডিসেম্বরের নির্বাচন এবং নাগরিক সমাজ, গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চার পথ রুদ্ধ হয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছি। প্রত্যেক বৈঠকেই আমরা এ ব্যাপারে কথা বলেছি। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্র ইউএসএইডের মাধ্যমে ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গাদের প্রায় ৪৫১ মিলিয়ন ডলার সাহায্য করেছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com