শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪০

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ০৮:২৯:৪০ পূর্বাহ্ন

এগিয়ে থাকার খবরে মোদির মায়ের উচ্ছ্বাস

গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট ৭ দফায় অনুষ্ঠিত হয় ভারতের লোকসভা নির্বাচন। আজ ২৩ মে চলছে ভোট গণনা। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে এই ভোটগণনা চলছে। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আবারও সরকার গঠন সময়ের ব্যাপার মাত্র। ইতোমধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো আসনে জয়ের আভাস মিলেছে মোদির দলের। ছেলে নরেন্দ্র মোদির জয়ের খবর শুনে উচ্ছ্বসিত তার মা হীরাবেন। তিনি উল্লাসে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছেন। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, বড় ব্যবধানে মোদির ক্ষমতায় আসার খবরে সকালেই গুজরাটের গান্ধীনগরে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন হীরাবেন। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে ছেলের জয়ের জন্য সংবাদ মাধ্যমকেও কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে গত এপ্রিলের শেষ সপ্তাহে ৯৮ বছর বয়সী মায়ের কাছে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন হীরাবেনের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আহমেদাবাদের ভোটকেন্দ্রে যান ভারতের এই প্রধানমন্ত্রী। রিপোর্ট লেখা পর্যন্ত ৩২১ আসনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১১৫ আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে ১০৪ আসনে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com