রোববার, ০৫ মে ২০২৪, ০৭:৫২

প্রকাশিতঃ সোমবার, ২০ মে ২০১৯ ০৯:৫৬:১৬ অপরাহ্ন

পাকিস্তানিদের বাংলাদেশের ভিসা বন্ধ

বাংলাদেশের এক ডিপ্লোম্যাটকে ভিসা না দেওয়ায় পাকিস্তানের সকল ধরনের নাগরিকদের আপাতত ভিসা দেয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এ সিদ্ধান্ত নিয়ে চলতি সপ্তাহে ভিসা ইস্যু বন্ধ করে দেয়। কূটনৈতিক সূত্রের খরব, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সিলর মোহাম্মদ ইকবালের হোসাইনের ভিসা সম্পর্কিত জটিলতার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান সরকার আবেদন জমা নিয়ে চার মাসেও ইকবাল হোসাইনের ভিসা ইস্যু করেনি। সর্বশেষ গত জানুয়ারিতে ইকবাল হোসেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ে ভিসার আবেদন করেন। পরে সেই আবেদন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানো হয়। কিন্ত সেই ভিসা আর ইস্যু হয়নি। উল্লেখ্য, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই ঢাকা-ইসলাবাদ কূটনৈতিক টানাপোড়েন চলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের বিভিন্ন পক্ষ থেকে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় এই টানাপোড়েনের শুরু হয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com