শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:২৬

প্রকাশিতঃ সোমবার, ২০ মে ২০১৯ ০২:১৮:০৬ অপরাহ্ন

সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কী বলে ডাকবেন- জানতে চেয়ে আবেদন!

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোন আইন বা বিধি আছে কী না, যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কী বলে ডাকবেন- তা জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন সালেহীন চৌধুরী নামের এক উন্নয়নকর্মী। সোমবার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তথ্য অধিকার বিধিমালার বিধি-৩ এর নির্ধারিত ‘ফরম-ক’ পূরণ করে এই তথ্য জানতে চান শহরের ওয়াপদা রোডের বাসিন্দা সালেহিন। জানতে চাইলে সালেহিন বলেন, শুধমাত্র কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করার কারণে এই দেশের নাগরিকরা প্রতিনিয়ত সরকারি দপ্তরগুলোতে দুর্ব্যবহারের শিকার হন। তিনি বলেন, রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে জনগণের সাথে তারা কেন এমনটা করেন বোধগম্য হয় না। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি তথ্য অধিকার আইনে জানতে চেয়েছি- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোন আইন বা বিধি আছে কী না। যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কী বলে ডাকবেন- সেই বিষয়টি যাতে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com