বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:০২

প্রকাশিতঃ বুধবার, ১৫ মে ২০১৯ ০৮:২৯:২৬ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে আগুন, শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্ক্র্যাপ জাহাজে (ভাঙার জন্য আনা) আগুন লেগে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও পাঁচ শ্রমিক। বুধবার সকালে উপজেলার বারআউলিয়া এলাকার প্রিমিয়াম ট্রেড করপোরেশন নামের ওই জাহাজভাঙা কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. রুবেল (২৭)। দগ্ধ শ্রমিকরা হলেন- আল আমিন (২৭), মো. মাসুদ (১৯), মোহন (২৪), মামুন (৩২) ও কামরুল (২৮)। ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন পাশা জানান, স্ক্র্যাপ জাহাজটি ইঞ্জিন কক্ষের পাশের কক্ষে অক্সিঅ্যাসিটিলিন শিখা দিয়ে লোহা কাটছিলেন শ্রমিকরা। ওই কক্ষে পরিত্যক্ত বর্জ্য তেল ছিল। আগুনের স্ফুলিঙ্গ বর্জ্য তেলে পড়লে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহতাবস্থায় ছয়জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com