রোববার, ০৫ মে ২০২৪, ০৪:৪৫

প্রকাশিতঃ বুধবার, ২৪ এপ্রিল ২০১৯ ১১:০৩:২৮ পূর্বাহ্ন

ভাঙন থেকে ভিটামাটি রক্ষায় লক্ষ্মীপুরে মানববন্ধন

মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে বিলীন হওয়ার পথে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি এ দুই উপজেলার বির্স্তীন এলাকা। মেঘনার ভাঙ্গন প্রতিরোধ ও ভিটামাটি রক্ষায় এবং নদী বাঁধ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ সকালে কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় ‘কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে উপজেলা দুটিকে রক্ষার দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মো. শামছুল আলম প্রমূখ। প্রসঙ্গত, মেঘনার ক্রমাগত ভাঙ্গনে কমলনগর ও রামগতি উপজেলার বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়ার পথে। ফলে বসতভিটা, কৃষি জমি, বাজার, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাসহ গোটা জনপদ হারানোর ভয়ে চরম আতঙ্কে রয়েছেন দুই উপজেলার প্রায় ৭ লাখ মানুষ। অবিলম্বে নদী ভাঙন রোধ না করলে দেশের মানচিত্র থেকে উপজেলা দুটির বিশাল অংশ মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com