সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৯

প্রকাশিতঃ বুধবার, ২৪ এপ্রিল ২০১৯ ০৮:৫৩:১৭ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষ্যে ২২শে মে থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

ঈদ উপলক্ষ্যে আগামী ২২শে মে থেকে টেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও টিএসসি, মিরপুর বনানীসহ ৬টি স্থানে এই আগাম টিকিট বিক্রি হবে। রেলমন্ত্রণালয় সূত্র আজ এ তথ্য জানিয়েছে। আগামী ৫ই জুনকে ঈদুল ফিতরের দিন ধরে অগ্রিম টিকিট বিক্রির এই পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ। বেচাকেনা শুরুর দিন মিলবে ৩১শে মে’র যাত্রার টিকিট। ২৩শে মে দেয়া হবে ১লা জুনের টিকিট ও ২৪শে মে পাওয়া যাবে ২রা জুনের আগাম টিকিট। এছাড়া ২৫শে মে ৩ জুনের টিকিট এবং ২৬শে মে বিক্রি হবে ৪ঠা জুনের আগাম টিকিট। তবে এবার ঈদের ট্রেন টিকিট রেলওয়ের নতুন তৈরি করা অ্যাপে মিলবে না। টিকিট কাউন্টার থেকে বেচাকেনা চলবে আগের নিয়মেই। সরাসরি কাউন্টার ছাড়াও আগের নিয়মে মোবাইল ও অনলাইনে মিলবে ঈদের টিকিট। প্রতিবারের মতো এবারও একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। ঈদের সময়ে সব আন্তঃনগর ট্রেনের ছুটির দিন বন্ধ থাকবে। এছাড়া ঈদের তিনদিন আগে থেকে কন্টেইনার ও জ্বালানীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com