সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:০৬

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ ০৮:৩২:৫৫ পূর্বাহ্ন

তিন মিনিটের শোকে স্তব্ধ শ্রীলঙ্কা

ভয়াবহ সিরিজ বোমা হামলায় ৩১০ জনের প্রাণহানির ঘটনায় জাতীয় শোক দিবস পালন করছে শ্রীলঙ্কা। নিহতদের স্মরণে মঙ্গলবার সকালে তিন মিনিট নীরবতা পালন করেন লঙ্কানরা। এছাড়া স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এর আগে গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকেই প্রথম বোমা হামলায় হয়। এ কারণে সে সময়েই শ্রদ্ধা জানান শ্রীলঙ্কাবাসী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার রাতে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার দিবসটি পালনের ঘোষণা দেন। আজ জাতীয় শোক দিবস উপলক্ষে সব সরকারি প্রতিষ্ঠানে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পানীয়ের দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া রেডিও ও টিভি চ্যানেলে বেদনার সুর বাজানো হয়। বোমায় ক্ষতিগ্রস্ত সেইন্ট সেবাস্টিয়ানের গির্জায় শেষকৃত্য শেষে নিহতদের কয়েকজনকে শোয়ানো হয় গণকবরে। কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জায় রোববার সকালে প্রথম আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়। এ কারণে আজ সেখানে মানুষ মোমবাতি হাতে জড়ো হন। সমবেত জনতা নীরবে প্রার্থনা করেন। এ সময় তারা চোখ বন্ধ করে দুই হাত একসঙ্গে রাখেন। এদিকে টুইটারে দেয়া এক পোস্টে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, ‌‘এই অকল্পনীয় ট্রাজেডির মুখে লঙ্কান জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক। ’ প্রসঙ্গত, গত রবিবার সকালে থেকে শ্রীলঙ্কায় তিনটি গির্জা, তিনটি হোটেল ও আরও কয়েকটি জায়গায় একের পর এক হামলা চলে। বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০০ জন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com