সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৩২

প্রকাশিতঃ শনিবার, ২০ এপ্রিল ২০১৯ ১০:২৬:১৫ পূর্বাহ্ন

সিরিয়ায় আইএসের হামলায় চার সেনা কর্মকর্তাসহ ২৭ যোদ্ধা নিহত

ইসলামি স্টেট জঙ্গিদের হামলায় সিরীয় সরকারপন্থী ২৭ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার হোমস প্রদেশের মরুভূমিতে এ হামলার ঘটনা ঘটেছে। আইএস খেলাফতের বিরুদ্ধে অভিযানে এ যাবতকালের সবচেয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন আসাদপন্থী যোদ্ধারা।-খবর এএফপির ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে সিরিয়ার চার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা রয়েছেন। আইএসের প্রপাগান্ডার ওয়েবসাইট আমাক জানিয়েছে, তাদের যোদ্ধারা এই হামলা চালিয়েছে। গত মাসে কুর্দিশ নেতৃত্বাধীন বাহিনীর হামলায় আইএসের খেলাফতের শেষ জায়গাটি থেকেও তাদের উৎখাত করা হলে সিরিয়া এবং ইরাকের মরুভূমি ও পাহাড়ে আশ্রয় নিয়েছেন তারা। অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেন, আইএস খেলাফত পতনের ঘোষণা দেয়ার পর সিরীয় বাহিনীর ওপর এটা সবচেয়ে বড় আঘাত ও ব্যাপক প্রাণহানি। এ সংঘাতে ছয় আইএস যোদ্ধাও নিহত হয়েছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com