রোববার, ০৫ মে ২০২৪, ১১:২৫

প্রকাশিতঃ সোমবার, ১৫ এপ্রিল ২০১৯ ০৯:৫৯:৫০ পূর্বাহ্ন

নুসরাত হত্যার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতরা কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের পরিবারের সদস্য দেখা করতে এলে তাদেরকে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। এসময় পরিবারের ৪ সদস্যের মধ্যে ছিলেন নুসরাতের বাবা একেএম মুসা ও মা শিরিনা আক্তার এবং নুসরাতের দুই ভাই। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গেলে নুসরাতকে কৌশলে ছাদে ডেকে নিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুর্বৃত্ত। পরে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত বুধবার না ফেরার দেশে চলে যায় নুসরাত।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com