শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:১৯

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ০৫:৩৩:১৪ পূর্বাহ্ন

সব সূচকেই বাংলাদেশের অবস্থান ঈর্ষণীয় : ঢাবি ভিসি

বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান। আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধে বীরশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সব সূচকেই বাংলাদেশের অবস্থান ঈর্ষণীয়। আমাদের বিদেশি বন্ধুরা যখন বাংলাদেশে আসে, তারা উন্নয়ন দেখে ঈর্ষা করে। বিদেশি বন্ধুরা বলে, তোমরা কিভাবে এতো উন্নয়ন করো? ড. আখতারুজ্জামান বলেন, ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও শতবর্ষে পা রাখবে, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমরা একসঙ্গে শততম বার্ষিকী পালন করব। এ সময় গুজবের বিরুদ্ধে সচেতন হওয়ার তাগাদা দিয়ে উপাচার্য বলেন, বর্তমান সমাজের সবচেয়ে বড় খারাপ দিক অপতথ্য দিয়ে গুজব ছড়ানো। ’৭১ সালে পাকিস্তানের দোসর রাজাকাররা এসব গুজব ছড়াতো। এখনো সেই অপশক্তি অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অপতথ্য বড় অর্জনকে ম্লান করে দেয়। তাই অপপ্রচারকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সক্রিয় হতে হবে। তিনি আরো বলেন, আমাদের অনেক অর্জন, এই চেতনা ও মূল্যবোধ তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। এখন মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। এ সময় ড. আখতারুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com