শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৪৯

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯ ০৩:৫০:২৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনারের মেয়াদ বাড়লো দুই বছর

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. শহীদুল ইসলামের আরও দুই বছর মেয়াদ বাড়ানো হয়েছে। গত ২৪ মার্চ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে এ তথ্য জানানো হয়। মো. শহীদুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে তিনি সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাঁর কর্মজীবনে বেলজিয়াম, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এবং বেলজিয়ামের ইউনিভার্সিটি লিব্রে ডি ব্রুসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন মো. শহীদুল ইসলাম। উল্লেখ্য, মো. শহীদুল ইসলাম ২০১৫ সালের ৭ মে থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com