সোমবার, ০৬ মে ২০২৪, ১০:২৮

প্রকাশিতঃ সোমবার, ২৫ মার্চ ২০১৯ ০৪:২১:২৯ পূর্বাহ্ন

নদী না বাঁচলে আমরাও বাঁচব না

বুড়িগঙ্গা নদীসহ ঢাকার চারপাশের নদী এবং সারা দেশের নদী বাঁচাতে চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নদীকে ভালোবাসতে হবে। নদীকে বাঁচাতে হবে। নদী না বাঁচলে আমরাও বাঁচব না। আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে আয়োজিত ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন সচিব আবদুস সামাদ এসব কথা বলেন। দৈনিক জনতা ও বার্তা সংস্থা পিএনএস ২৩ মার্চ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে। সিনিয়র সাংবাদিক ও নদী বিশেষজ্ঞ শাহাবুদ্দিন শিকদারের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন দৈনিক জনতার প্রকাশক ছৈয়দ আন্্ওয়ার। অনুষ্ঠানে শাহাবুদ্দিন শিকদারের নির্মিত নদীবিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) গোলাম মোস্তফা ও নৌ-পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বুয়েটের নৌযান ও নৌ-যন্ত্র কৌশল বিভাগের প্রধান অধ্যাপক মীর তারেক আলী, ওয়ারপোর সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক, বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের পরিচালক সুজিত কুমার বালা, বিআইডব্লিউটিএ’র চিফ ইঞ্জিনিয়ার (ড্রেজিং) আবদুল মতিন, বিআইডব্লিউটিএ’র অফিসার সমিতির সভাপতি আবদুল আওয়াল, ক্যাপ্টেন শাহ আলম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com