শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৫২

প্রকাশিতঃ রোববার, ২৪ মার্চ ২০১৯ ০১:১৮:৩৫ অপরাহ্ন

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

কেন্দ্র দখলের চেষ্টা, নানা অনিয়ম, ভোট বর্জন, গোলাগুলি ও পুলিশ সদস্য গুলিবিদ্ধসহ ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। আজ রবিবার সকাল ৮টা থেকে দেশের ১১৭ উপজেলায় এ ভোটগ্রহণ শুরু হয়। এটি বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ অন্যান্য রাজনৈতিক দল ও জোট বর্জন করায় এ নির্বাচনও অনেকটা একতরফা হচ্ছে। এতে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। তবে এর মধ্যেও সংঘর্ষ, ভোট বর্জন, আগের রাতে সিল মারা ব্যালট দিয়ে বাক্স ভরিয়ে ফেলার ঘটনা ঘটেছে। আর এসব কারণে ঘটেছে ভোট স্থগিতের ঘটনাও। এ ছাড়া বিভিন্ন ভোট কেন্দ্রে গোলাগুলি হয়েছে, আহত হয়েছেন ভোটারেরা। আবার চট্টগ্রামের চন্দনাইশে ভোট জালিয়াতি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ কনস্টেবল। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, আজকের নির্বাচনে ৩৪০ চেয়ারম্যান, ৫৮৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩৯৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া ৫৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ১৩ জন নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com