শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:১৩

প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ ২০১৯ ০৪:২৫:৪৩ পূর্বাহ্ন

ইরাকে ফেরি ডুবে ১০০ জনের মৃত্যু

ইরাকের মসুলে টাইগ্রিস নদীতে ফেরি ডুবে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ধারণা করা হচ্ছে ফেরিটিতে প্রায় ২০০ লোক ছিল। শিয়াদের নওরোজ উৎসব উদযাপন উপলক্ষে এর সবাই পর্যটন দ্বীপ উম্মে রাবেয়া আইল্যান্ডে যাচ্ছিল। মসুলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ফেরির অধিকাশ যাত্রীই সাতার জানতেন না। এ পর্যন্ত ৯৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৯ জন শিশু ও ৬১ জন নারী রয়েছে। ৫৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ফেরিটি উল্টে আছে এবং লোকজন ঢেউয়ের ওপর ভাসছে। এক যাত্রী বলেন, ‘ফেরিটি অনেক যাত্রী বহন করছিল। তাই পানি ভেতরে প্রবেশ করতে শুরু করলে ফেরিটি ভারী হতে শুরু করে এবং এক পর্যায়ে এটি উল্টে যায়। আমি নিজের চোখে পানিতে মৃত শিশুদের দেখেছি।’ ইরাকের বিচার মন্ত্রণালয় ফেরি কোম্পানির ৯ কর্মীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ফেরির মালিক ও পর্যটন কেন্দ্রটির ইরাক ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি দোষীদের খুঁজে বের করতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com