শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৭

প্রকাশিতঃ বুধবার, ২০ মার্চ ২০১৯ ০২:৫০:৩৫ অপরাহ্ন

ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের তৃতীয় দিনে ৭২৬২ মামলা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলছে। শৃঙ্খলা সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ট্রাফিক আইন অমান্য করায় ৭ হাজার ২৬২টি মামলা এবং ৩৪ লাখ ৯৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, মঙ্গলবার সারাদিন অভিযান চালানো হয়। এদিন ৪৬টি গাড়ি ডাম্পিং ও ৭৯১টি গাড়ি রেকার করা হয়। এসবের মধ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১৮৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৩টি, উল্টোপথে গাড়ি চালানোর দায়ে ১ হাজার ৪১১টি মামলা করা হয়। মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৪টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ৩ হাজার ১১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। ১ হাজার ১৮টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১১টি মামলা করা হয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com