শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:২২

প্রকাশিতঃ বুধবার, ২০ মার্চ ২০১৯ ০৩:২৩:৩৫ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডজুড়ে 'হিজাব' পরে প্রতিবাদের ঘোষণা

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়। ৪১ জন নিহত হয় আল নূর মসজিদে এবং ৭ জন মারা যায় লিনউড মসজিদের ঘটনায়। আরেকজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান। নিহতদের মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাস। জানা গেছে, স্মরণকালের ইতিহাসের বর্বরোচিত হামলায় নিউজিল্যান্ডজুড়ে হিজাব পরে প্রতিবাদ জানানো হবে। এভাবেই নিউজিল্যান্ডের সব ধর্মের নারীরা হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে। ‘সম্প্রীতির জন্য হিজাব’ নামে এই কর্মসূচিটি আগামী ২২ মার্চ শুক্রবার পালন করা হবে। দীর্ঘদিন ধরে মুসলিমদের সঙ্গে কাজ করা থায়া আশমান নামের এক নারী অভিনব এ আয়োজনের উদোক্তা। আশমান বলেন, আমি এক আতংকিত নারীর কথা শুনেছি যিনি হিজাব পরে বের হতে ভয় পাচ্ছেন। কারণ হিজাব পরার কারণে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। আমি বলতে চাই, ‘আমরা আপনার সঙ্গে আছি, আমরা চাই আপনি ঘরের মতো রাস্তাতেও যেন নিরাপদবোধ করেন, আমরা আপনাকে ভালোবাসি, সমর্থন ও শ্রদ্ধা করি’। ’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com